গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেয়ার ঘটনায় রমনা ও পল্টন থানার পৃথক দুই মামলায় ১৭ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ মধ্যে রমনা থানার মামলায় ১১ জন ও পল্টন থানার মামলায় ৬ জন জামায়াতের নেতাকর্মী পলাতক থাকায় তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়।
গতকাল রমনা থানার মামলায় ঢাকার মহানগর হাকিম এরফান উল্লাহ ১১ জনের বিরুদ্ধে ও পল্টন থানার মামলায় ৬ জনের বিরুদ্ধে ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ আদেশ দেন। যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তারা হলেন_ রফিকুল ইসলাম খান, মকবুল আহমেদ, ডা. ফখরুদ্দিন মানিক, অধ্যাপক মজিবুর রহমান, ডা. শফিকুর রহমান, দেলোয়ার হোসেন সাইদী , মো. আবদুল মমিন, রবিউল ইসলাম মামুন, আবদুল বারি হাওলাদার বাচ্চু, সরদার নুরুল হক, আবুল হাসেম, মো. রফিকুল ইসলাম, মকবুল আহমেদ, অধ্যাপক মজিবুর রহমান, ডা. শফিকুর রহমান, ডা. ফকরুদ্দিন মানিক, দেলোয়ার হোসেন সাইদী ।