স্বচরিত্রে অভিনয় করবেন ক্ষুদে গানরাজ পড়শী। ‘রিদম’ শিরোনামের একটি টেলিছবিতে গায়িকা পড়শীর চরিত্রেই তিনি অভিনয় করবেন। টেলিছবিটি পরিচালনা করছেন মাসুদ রহমান। জাফরীন সাদিয়ার লেখা এ টেলিছবিতে পড়শীর চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ।

আগামী ১৯ জুলাই উত্তরায় এর শুটিংয়ে পড়শী অংশ নেবেন। এ প্রসঙ্গে পড়শী বলেন, ‘আমি পুরোদস্তুর গানের মানুষ। গান নিয়ে থাকতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। ‘রিদমে’ অভিনয় করার খুব একটা আগ্রহ ছিল না। চিত্রনাট্য পড়ার পর দেখলাম, এটি আসলে সঙ্গীত জগতের ঘটনা নিয়েই নির্মিত হচ্ছে। অনেক ভেবে শেষ পর্যন্ত রাজি হয়েছি।’

পড়শী আরো বলেন, ‘এখানে কিন্তু আমাকে পড়শী হিসেবেই দেখানো হবে। নিজের চরিত্র নিজে ফুটিয়ে তুলতে পারব কিনা তা জানি না। তবে মনোযোগ দিয়ে অভিনয় করতে চেষ্টা করব।’ টেলিছবিতে পড়শীকে এ প্রজন্মের একজন সম্ভাবনাময় কণ্ঠশিল্পী হিসেবেই দেখানো হবে।

ক্যারিয়ারের উন্নতির ক্ষেত্রে একজন শিল্পী যে ধরনের সংগ্রাম করে থাকেন, পড়শীর চরিত্রের মাধ্যমে তাই উপস্থাপন করা হবে। সম্প্রতি উত্তরায় ‘রিদম’ টেলিছবির শুটিং শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন অপূর্ব, ফারিয়া ও প্রত্যয় খান। টেলিছবিটিতে অপূর্বকে একজন নামকরা সঙ্গীত পরিচালকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। কণ্ঠশিল্পী পড়শী সর্বপ্রথম ‘স্যালুট’ নাটকে অভিনয় করেছিলেন। আলম আশরাফ পরিচালিত এ নাটকটি আরটিভিতে প্রচার হয়েছিল।