চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের স্টুডেন্ট অর্গানাইজেশন সোসাইটি ফর লিডারশিপ প্রলিফারেশান (এসএলপি) আয়োজিত আন্তঃবিভাগীয় প্রতিযোগিতা ‘এসএলপি আইডিয়া কনটেস্ট ২০১২’র চূড়ান্ত পর্ব আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হবে।
নগরের জিইসি মোড়ে বোনানজা রেস্টুরেন্টে এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। এরপর মার্কেটিং পরিবারের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ইফতার হবে।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ প্রধান অতিথি ও বিভাগের অন্যান্য শিক্ষকরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে বিভাগের সকল প্রাক্তন শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এসএলপি সহকারী চিফ এক্সিকিউটিভ নুর হোসেন বাংলানিউজকে বলেন, এ সংগঠনের আয়োজনে চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে http://www.marketingcu.org/iftar.php ভিজিট করতে বলা হয়েছে।
অথবা ০১৯১৩৯১৯৫৯৭ নাম্বারে ফোন করে রেজিস্ট্রেশন করার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। রেজিস্ট্রেশন এর শেষ সময় ৩১ জুলাই।