গোটা দুনিয়ায়, বিশেষ করে পাশ্চাত্য দুনিয়ায় বলিউডের একজনই প্রতীক হয়ে উঠেছেন৷ তিনি আর কেউ নন, কিং খান শাহরুখ৷ বলিউডের এই বেতাজ বাদশা যে সাত সাগর পেরিয়ে কতটা ছড়িয়েছেন নিজেকে, তা বোধহয় নিজেও ভালো করে জানেন না৷

যেমন জানা ছিল না, টিন বয়সিদের জন্য দুনিয়া মাতানো টোয়াইলাইট সিরিজের টপ নায়িকা ক্রিস্টেন স্টুয়ার্ট শাহরুখের দিব্য এক মাখো মাখো ফ্যান৷

জানা গেল কথাটা এই তো সম্প্রতি৷ মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন সুন্দরী ক্রিস্টেন৷ একথা সেকথার পর সেই উঠতি হলিউড তারকাকে প্রশ্ন করা হয় বলিউড নিয়ে৷ সঙ্গে সঙ্গে ক্রিস্টেনের সপ্রতিভ জবাব, আমি শাহরুখের বিশাল ফ্যান৷ বলিউডে ওর মত এত রোম্যান্টিক হিরো আর কেউ নেই৷ আমার খুব ইচ্ছে, ‘দ্য টোয়াইলাইট সাগা : ব্রেকিং ডন’ ছবিটার দ্বিতীয় পর্বে শাহরুখের সঙ্গে অভিনয় করার৷ এখানেই শেষ করেন নি ক্রিস্টেন, আরও বলেছেন, বলিউডে অভিনয় করার খুবই আগ্রহ তাঁর৷ সে কারণে তিনি যত্ন করে হিন্দি শিখছেন৷ আগামীতে হিন্দি ছবিতেও নায়িকার ভূমিকায় আসতে চান তিনি৷

অতএব অবাক হওয়ার কিছু থাকবে না, যদি আগামীতে দেখা যায়, প্রথমে শাহরুখ টিন এজের টুইলাইটে চলে এলেন, আর পরে হয়তো ক্রিস্টেন মুখ দেখাতে লাগলেন হিন্দি ছবিটবিতে৷ আর এভাবেই তো সাংস্কৃতিক আদানপ্রদানের মাধ্যমে এই দুনিয়াটা হয়ে উঠবে একখানা গ্লোবাল ভিলেজ!