প্রায় আড়াই হাজার বছর আগে গ্রিক বীর আলেক্সান্ডার পাঞ্জাব অঞ্চলের রাজা পুরুকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশে বিজয়ের সূচনা করেছিলেন। এবার ইতিহাসের এই কিংবদন্তি চরিত্রে অভিনয় করেছেন শাহেদ। তার সঙ্গী হয়েছেন জেনারেল সেলুকাস চরিত্রে আ খ ম হাসান।
এই দুই ঐতিহাসিক বীর আজকের ঢাকার রাস্তায় ঘুরে অর্জন করেন নানা ধরনের বিচিত্র অভিজ্ঞতা। এমন একটি উপাখ্যানকে পটভূমি রেখে সাঈদ তারেকের রচনা ও পরিচালনায় তৈরি হল একক নাটক সত্যিই সেলুকাস! আলেক্সান্ডার ও সেলুকাসের সঙ্গে ট্যুরিস্ট গাইড চরিত্রে আছেন টুম্পা।
আলেক্সান্ডার এবং সেলুকাসের কল্পিত কথোপকথন নিয়ে বাংলা সাহিত্য, নাটক, থিয়েটারে বেশ কিছু হিউমার রচিত হয়েছে। এইসব হিউমারকে উপজীব্য করে হাসির নাটকটিতে বর্তমান সমাজের নানা অসংগতি অব্যবস্থাপনা নীতিহীনতা ইত্যাদি বিষয় তুলে ধরা হয়েছে বলে জানান এর রচয়িতা ও পরিচালক সাঈদ তারেক। নাটকটি ঈদে প্রচারের জন্য নির্মিত হয়েছে।