জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিভিন্ন বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হতে চলচ্চিত্র প্রযোজকদের আগামী ৩০ অগাস্টের মধ্যে সরকার গঠিত বিচারক (জুরি) বোর্ডের কাছে আবেদন জমা দিতে হবে।
এজন্য সরকার নির্ধারিত আবেদনপত্র আগামী ১ অগাস্ট থেকে বিতরণ করা হবে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং বোর্ডের ওয়েবসাইট www.fcb-bd.org থেকেও এ আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে সরকারের গঠিত বিচারক বোর্ডের প্রথম সভায় মঙ্গলবার এ সিদ্ধান্ত হয়েছে বলে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চলচ্চিত্র সেন্সর বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বোর্ডের সভাপতি হাফিজুর রহমান।
২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে সরকার সম্প্রতি ১৩ সদস্যের বিচারক বোর্ড গঠন করে। এ বিচারক বোর্ডে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি এবং চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য-সচিব করা হয়।
বোর্ড আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ার যোগ্যতাসম্পন্ন শিল্পী, কুশলী ও চলচ্চিত্রের নামের সুপারিশ দেবে।