ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সালের বি ফার্ম সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ছয় শিক্ষার্থীকে ফার্মেসি অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এছাড়া ২০১০-১১ সালের বি ফার্ম পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী ৪ শিক্ষার্থীকে কথাশিল্পী সরদার জয়েন উদ্দীন স্বর্ণপদক এবং বিভিন্ন বর্ষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৬ শিক্ষার্থীকে বদরুন্নেছা গফুর মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল টিএসসি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড ও স্বর্ণপদক প্রদান করা হয়।

ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি থেকে পদক ও সনদপত্র তুলে দেন।
ফার্মেসি অনুষদের ডিন আ ব ম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমদ ও কোষাধ্যক্ষ কামাল উদ্দীন বিশেষ অতিথি ছিলেন।

এছাড়া, অনুষ্ঠানে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মনিরা আহসান, ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ফরিদা বেগম ও ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান আবু সারা শামসুর রউফ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন ওষুধ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক এ কে লুৎফুল কবির।

২০১০ সালের ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন_ রিদওয়ান ইসলাম, আবদুল্লাহ আল ফয়সাল ও ফারাহ শাহজিন। ২০১১ সালের ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন_ নাজমুল হাসান অপু, সাদিয়া নূর ও শাহাদাত হোসেন।

২০১০ সালের কথাশিল্পী সরদার জয়েন উদ্দীন স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন_ রিদওয়ান ইসলাম ও ফারাহ শাহজিন। ২০১১ সালের শিক্ষার্থীরা হলেন_ ইফতেখার আহমেদ ও মালিহা তাবাসসুম মুনির।

২০১০ সালের বদরুন্নেছা গফুর মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্তরা হলেন_ ফাবলিহা আহমেদ চৌধুরী, নূর আহমেদ নাহিদ ও ইফতেখার আহমেদ।

২০১১ সালের বৃত্তিপ্রাপ্তরা হলেন_ ফাহাদ ইমতিয়াজ রহমান, ফাবলিহা আহমেদ চৌধুরী ও সাবিহা চৌধুরী।