জাতীয় প্রেসক্লাবের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে। এতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তাদের ঘিরে রেখেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ উৎস থেকে করতে হবে- একটি দৈনিকে  প্রতিবেদন দেখে রোববার সকাল হাজার শিক্ষার্থীর  মিছিল সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে পৌঁছে।
ছাত্ররা জানায়, আগে তাদের সেমিস্টার ফি ৩ হাজার ৫০০ টাকা থাকলেও অভ্যন্তরীণ আয় বাড়াতে গিয়ে এখন তা ২০ হাজার টাকা করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- আইনের ২৭ (৪) ধারা বাতিল, বিশ্ববিদ্যালয়ের বেদখল হলগুলো উদ্ধার, গ্রন্থাগার স্থাপন, পরিবহন সুবিধা বাড়ানো ইত্যাদি। শিক্ষার্থীরা জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত না শিক্ষামন্ত্রী এখানে এসে আমাদের দাবি মেনে নিবেন, ততক্ষণ পর্যন্তএখানে অবস্থান করছে।
এদিকে শিক্ষার্থীরা হাইকোর্টের সামনের রাস্তায় অবস্থান নেওয়ায় শাহবাগ, মতিঝিল, কাকরাইল, বঙ্গবাজার এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।