দিনব্যাপী আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে গতকাল বুধবার ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২৮তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ বারের সেস্নাগান ছিল ‘পণ্যের মোড়কে শিক্ষা, ইমারতে ঘেরা গণতন্ত্র-চাই না’।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি রিপন কুমার ধ্রুবর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. অজয় রায়। অনুষ্ঠানের শুরুতে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জ্বল।