রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ৮ ভুয়া পরীক্ষার্থী আটক হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষকরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটকরা রাজশাহী কলেজসহ মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বলে জানা গেছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হয়। দুপুর আড়াইটায় এ প্রতিবেদন লেখার সময় তাদের বিচার চলছিল।
রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন জানান, এরা প্রবেশপত্রের ছবি কৌশলে পরিবর্তন করে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। পরে পরীক্ষার হলে উত্তরপত্রে স্বাক্ষরের সময় শিক্ষকরা বিষয়টি ধরে ফেলেন।