আজ মঙ্গলবার শুরু হচ্ছে অষ্টম শ্রেণীর সমাপনী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসা স্তরের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা । দেশের ৮টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এতে অংশ নিচ্ছে ১৮ লাখ ৬১ হাজার ১১৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৯ লাখ ৯৯ হাজার ৩৪৯ জন ছাত্রী এবং ৮ লাখ ৬১ হাজার ৭৬৪ জন ছাত্র। অর্থাৎ ছাত্রীর সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৫৮৫ জন বেশি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
ইতোমধ্যে পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি শেষ করেছে শিক্ষা বোর্ডগুলো। প্রতিদিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত একটি করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ প্রথম দিন জেএসসি’র বাংলা ১ম পত্র এবং জেডিসি’র বাংলা সাহিত্য পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।