আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক এ কে এম গোলাম হোসেন।

সোমবার রাতে একটি ট্রাক ধাক্কা দিলে নিজের গাড়িতে থাকা অধ্যাপক গোলাম হোসেন আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি কে এম মহিউদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন।

গাজীপুরের বাসিন্দা অধ্যাপক গোলাম হোসেনের বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম পূর্ণাঙ্গ কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

অধ্যাপক গোলাম হোসেন ক্যাম্পাস থেকে গাজীপুরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন।

অধ্যাপক মহিউদ্দিন বলেন, রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার থানার মরাগাঙ এলাকায় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গোলাম হোসেনের গাড়ির সংঘর্ষ হয়। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অধ্যাপক হোসেনের গাড়িচালক হিরণও দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে তুরাগের আইসি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অধ্যাপক গোলাম হোসেনের মরদেহ রাত সোয়া ১১টায় ক্যাম্পাসে আনা হয়। রাতে মরদেহ তার ক্যাম্পাসের বাসায় থাকবে। মঙ্গলবার সকাল ১০টায় ক্যাম্পাসে জানাজার পর মরদেহ দাফনের জন্য গাজীপুরের কাপাসিয়ায় নেওয়া হবে বলে প্রয়াতের সহকর্মী শিক্ষকরা জানিয়েছেন।

ছাত্র আন্দোলনের সক্রিয় গোলাম হোসেন ‘৮০ র দশকের শুরুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দেন। তিনি পিএইচডি ডিগ্রি নেন ভারতের রাজস্থান ইউনিভার্সিটি থেকে।

১৯৫৪ সালে জন্ম নেওয়া গোলাম হোসেন কয়েকটি বইও লিখেছেন, যার অধিকাংশই বিএনপির রাজনৈতিক দর্শন ও চর্চা নিয়ে।

অধ্যাপক গোলাম হোসেন ১৯৮৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেটে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও কর্মজীবনে তিনি সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিভিন্ন হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করেন।