বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও জানিয়েছে, ম্যালেরিয়ার প্রকোপে থাকা বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ দেশ আগামী ১০ বছরের মধ্যে মশাবাহিত এই রোগটি নির্মূলে করতে সঠিক পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে৷ রোল ব্যাক ম্যালেরিয়া – আরবিএম প্রকাশিত প্রতিবেদনে এই আশাব্যঞ্জক তথ্য প্রকাশ করা হয়েছে৷ অ্যামেরিকার সিয়াটেলে আন্তর্জাতিক ম্যালেরিয়া ফোরামের সম্মেলনে তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনটি৷

এতে বলা হয়েছে, ১০৮ টি দেশের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ দেশই এই রোগটি নির্মূলে সঠিক পন্থায় এগুচ্ছে৷ সম্মেলনে ডাব্লিউএইচও’র বিশ্ব ম্যালেরিয়া কর্মসূচি’র পরিচালক রবার্ট নিউম্যান বলেন, ‘‘উন্নততর রোগ নির্ণয় প্রক্রিয়া এবং ধারাবাহিক পর্যবেক্ষণের ফলে এক্ষেত্রে অগ্রগতির একটি স্পষ্ট ছবি পাওয়া গেছে৷ আমরা যদি এটা ধরে রাখতে পারি, তাহলে আমরা বর্তমানের এই কর্মকৌশল দিয়েই অসংখ্য মানুষের জীবন বাঁচাতে পারবো৷”

ডাব্লিউএইচও’র পরিসংখ্যান অনুসারে, বিশ্বের প্রায় অর্ধেক মানুষ অর্থাৎ ৩.৩ বিলিয়ন মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে রয়েছে৷ ২০০৯ সালে এই রোগে প্রাণ হারিয়েছে সাত লাখ একাশি হাজার মানুষ৷ এদের মধ্যে অধিকাংশই আফ্রিকা মহাদেশের বলে সূত্রটি বলছে৷