২০১১ সালে চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে তিনজন নোবেল পুরস্কার পাচ্ছেন। তারা হলেন, ব্রুস বিউটলার, জুলস হফম্যান এবং রালফ স্টেইনম্যান।

এদের মধ্যে যুক্তরাষ্ট্রের ব্রুস বিউটলার এবং লুক্সেমবার্গে জন্মগ্রহণকারী ফরাসি জীববিজ্ঞানী জুলস হফম্যান এ গবেষণায় রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রাথমিক পর্যায় নিয়ে কাজ করেন। আর কানাডীয় বিজ্ঞানী রালফ স্টেইনম্যান রোগ প্রতিরোধের পরবর্তী ধাপগুলোর কার্যকারিতা বোঝার জন্য ডেনড্রিটিক কোষ শনাক্ত করায় এ পুরস্কার পাচ্ছেন।

রোগ প্রতিরোধে মানবদেহ কীভাবে কাজ করে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার এই তিন বিজ্ঞানী নোবেল পুরস্কার পাচ্ছেন।