যে মায়েরা ধূমপান করেন তাদের ভ্রূণ বৃদ্ধির প্রক্রিয়া স্বাভাবিকের চেয়ে অনেক ধীর গতির হয়। সম্প্রতি ফ্রান্সের নানতে ইউনিভার্সিটি হসপিটালের একদল গবেষক তাদের পর্যবেক্ষণে এর প্রমাণ পেয়েছেন। কৃত্রিম প্রজনন বা আইভিএফ ক্লিনিকে গবেষকরা ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর থেকে মায়ের জরায়ুতে প্রতিস্থাপনের উপযুক্ত হওয়া পর্যন্ত ডিম্বাণুর প্রতি মুহূর্তের ছবি তোলেন।
পর্যবেক্ষণে তারা দেখেন, ধূমপায়ী মায়েদের ভ্রূণের বৃদ্ধির গতি স্বাভাবিকের চেয়ে দুঘণ্টা পিছিয়ে থাকে। ধূমপান সন্তান ধারণের ক্ষমতাও কমিয়ে দেয়। এ কারণে যুক্তরাজ্যের অনেক হাসপাতালেই প্রজনন চিকিৎসা দেওয়ার সময় মেয়েদের ধূমপান ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়। তাই গবেষকদের উপদেশ, যদি চান সন্তান, ছেড়ে দিন ধূমপান।
সূত্র-এপি অনলাইন।