সরকারি অফিস, রেস্টুরেন্ট, কফিশপ, সুপার মার্কেট ও শপিংমলসহ যেসব জায়গায় লোকসমাগম বেশি সৌদি আরব সেসব স্থানে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেছে। ১৮ বছরের কম  বয়সী যেসব শিশু তামাক বিক্রি করে তাদের তা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সরকারি সংবাদ সংস্থা এসপিএ’র রিপোর্টে জানা যায়, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ সোমবার থেকে প্রকাশ্যে ধূমপানের ওপর নিষেধাঙ্গা আরোপ করেছেন। তিনি বলেন, ইসলামে জনস্বাস্থ্য সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে। ধূমপানবিরোধী প্রচারণার পদক্ষেপ হিসেবে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত বছর দেশটির  বিমানবন্দরের মধ্যে প্রথম ধূমপান নিষেধ করা হয়। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের চতুর্থ বৃহত্তম তামাক আমদানিকারক দেশ সৌদি আরব এবং ৬০ লাখ সৌদি নাগরিক ধূমপান বাবদ একদিনে খরচ করে ৬৩ কোটির (৩০ মিলিয়ন সৌদি রিয়াল) বেশি টাকা। এপি।