বাংলা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’ পথচলার একযুগ পার করছে আজ। ১৯৯৯ সালের ১লা অক্টোবর পথচলা শুরু হয় চ্যানেল আই’র।

চ্যানেল আই পথচলার প্রথম উচ্চারণ ‘হৃদয়ে বাংলাদেশ’ অনেক আগেই ছড়িয়ে পড়েছে পৃথিবীর সবক’টি মহাদেশে বিশ্বভরা বাঙালির মাঝে। গণমাধ্যম হিসেবে চ্যানেল আই ‘বাংলা ভাষা ও বাংলাদেশের’ এক সক্রিয় প্রতিনিধি। যুগপূর্তি উপলক্ষে চ্যানেল আই দেশজুড়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। দেশের কোন কোন জেলায় অনুষ্ঠিত হচ্ছে ১০ দিনব্যাপী কর্মসূচি।

এসব কর্মসূচিতে অংশ নেবেন সরকারের মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সরকারি দল, বিরোধীদলীয়  থেকে শুরু করে সমাজের সর্বস্তরের সুধীবৃন্দ। এছাড়া চ্যানেল আই’র পর্দায় রয়েছে টানা কয়েকদিনের বিশেষ অনুষ্ঠানমালা।