বিশ্ব খাদ্য কার্যক্রম বলছে – আফ্রিকা শৃঙ্গ অঞ্চলে ত্রাণ সহায়তার চালান দ্রততরো করা হচ্ছে । এক কোটি ১২ লক্ষ মানুষ ওখানে এখন খরা ও বুভুক্ষার মুখোমুখি দাঁড়িয়ে – এক্ষুনি জরুরী সাহায্যের দরকার তাঁদের । WFP বলছে – বিমানে করে ন’বারে যে ত্রান-চালান নিয়ে যাওয়া হবে , তারই প্রথম কিস্তি মঙ্গলবারে কিনিয়ার মোম্বাসা নিয়ে যাওয়া হলো – যার ভেতরে উঁচু মাত্রার প্রাণশক্তির বিস্কুট রয়েছে – প্রতিদিন যা ১৬ লক্ষ মানুষকে খাওয়ানো যাবে । ওখান থেকে চালানের ত্রান সামগ্রী ঐ গোটা অঞ্চলের অনাহার ক্লিষ্ট মানুষজনকে পাঠানো হবে । ইতিমধ্যে , WFP বলেছে – পরবর্তী মাস দু’য়েকে তারা হাজার হাজার টন খাদ্য  সামগ্রী সোমালিয়া পাঠাবে বিশেষ করে অপুস্টিতে আক্রান্ত পাঁচ অনূর্ধ বয়সের বাচ্চাদের জন্যে । জাতিসংঘ শরনার্থী সংস্থার মূখপাত্র আন্দ্রে মাহেচিচ ভয়েস অফ এ্যামেরিকাকে জানান – দুবাইয়ের গুদাম থেকে ৩০ মেট্রিক টন ত্রাণ সামগ্রী সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে নিয়ে যাওয়া হয়েছে বিমানে করে ।