বুধবার প্রদেশিক রাজধানি বান্দা আচের উত্তরপশ্চিমের প্রায় চারশ তিরিশ কিলোমিটার অদূরে ভূমিকম্প হয় যার গভীরতা ছিল বাইশ কিলোমিটার পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ভূতত্ব জরীপ বিভাগ জানায় প্রথম ভূমিকেম্পের প্রায় দুই ঘন্টা পর আরেকটি আট দশমিক দুই মাত্রার ভূকম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রে প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র ভূমিকেম্পের পর ঐ অঞ্চলের দেশগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করে।
ভূতাত্বিক বিশেষজ্ঞ বলেন ভূমিকম্পের কম্পন সমান্তরাল ভাবে হওয়াতে সুনামি হওয়ার ঝুঁকি কমে গিয়েছে।
ঐ অঞ্চলে ২০০৪ সালে আট দশমিক এক মাত্রার ভূমিকম্প হয় ফলে ইন্দোনেশিয়ার সুমাত্রা অঞ্চলে ভারত সাগরে সুনামি আঘাত হেনেছিল তাতে ২ লাখ ৩০ হাজার লোক নিহত হয়। এর আর্দ্ধেকই ছিল আচে প্রদেশের।
বুধবারের ভূমিকম্পের প্রবল ধাক্বা সিংগাপুর থাইল্যান্ড ভারত এবং বাংলাদেশে অনুভূত হয়।