ইরাকে, বাগদাদ এবং অন্যান্য শহর বৃহস্পতিবার একের পর এক ধ্বংসাত্বক বোমা বর্ষণে প্রকম্পিত হয়। ইরাকে আল কাইদার শাখা বলছে এটা সবে মাত্র শুরু, এরা আরো হামলা করবে বলে অঙ্গীকার ব্যাক্ত করেছে।
ইসলামীক রাষ্ট্র ইরাক, শুক্রবার একটি বিবৃতি জারি করছে, তাতে বলা হয়েছে ঐ দলটিও সুন্নি বিরোধী প্রচার অভিযান চালাচ্ছে যাতে অন্তর্ভূক্ত রয়েছে নির্যাতন, আটক রাখা এবং জমি বাজেয়াপ্তকরণ। এটা নিরাপত্তা বাহিনীর উপরে প্রতিশোধ মূলক আক্রমন। বিবৃতিটি জঙ্গিদের ওয়েবসাইটে প্রচার করা হয়েছে।
ইরাকী কর্মকর্তারা জানান, বৃহস্পতিবারের আক্রমণে গাড়ী বোমা ও রাস্তার পাশে পেতে রাখা বোমায় অন্তত ৩৫ জন নিহত এবং একশ জনেরও বেশি আহত হয়।
বগদাদ্এর কাছে প্রধানত শিয়া এলাকায় বেশ কয়েকটি বিষ্ফোরণে ১৫ জন নিহত হয়।