জাতিসংঘের পারমানবিক নজরদারী সংস্থার বোর্ড অফ গভর্নরস ভিয়েনায় বৈঠকে মিলিত হন এবং ইরানের পারমানবিক কার্যক্রমের সমালোচনা করে একটি প্রস্তাবে ভোট দেন।

অনুমোদিত প্রস্তাবে গভীর ও ক্রমবর্ধিত উদ্বেগ প্রকাশ করা হয়। ৩৫ সদস্যের বোর্ড শুক্রবার ওই অনুমোদন পাশ করে। কিউবা ও ইকোয়েডর প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। ইন্দোনেশিয়া ভোট দেওয়া থেকে বিরত থাকে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি এবং রাশিয়া ওই প্রস্তাব প্রনয়োন করে।

আন্তর্জাতিক আনবিক সংস্থা আই এ ই এর বোর্ডের বৈঠক বসার এক সপ্তাহ আগে তারা অভিযোগ করে যে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য প্রমান আছে যে ইরান পারমানবিক বোমা তৈরি করতে চেষ্টা করছে।