এক গ্রহ চার সূর্য

bnn24

Bybnn24

অক্টো ১৬, ২০১২

আমাদের এই সৌরজগতে এক সূর্যকে ঘিরে আবর্তিত হচ্ছে পৃথিবীসহ বেশ কয়েকটি গ্রহ। সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীরা ভিন্ন এক সৌরজগতে এমন এক গ্রহের সন্ধান পাওয়ার কথাদাবি করেছেন, যার আকাশ চারটি সূর্যের আলোয় আলোকিত। প্ল্যানেট হান্টারস সাইটের নামানুসারে ওই গ্রহের নাম রাখা হয়েছে ‘পিএইচ ১’। পৃথিবী থেকে পাঁচ হাজার আলোকবর্ষ দূরেগ্রহটির অবস্থান বলে আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবক দল ‘প্ল্যানেটহান্টারস ডট অর্গ’ ওয়েবসাইট ব্যবহার করে গ্রহটি আবিষ্কার করে।বিষয়টি নিয়ে তারা কেক অবজারভেটরির সঙ্গে পরবর্তী পর্যালোচনা করছে। এ ব্যাপারে একটি বৈজ্ঞানিক নিবন্ধ অরভিক্সে প্রি-প্রিন্ট সার্ভারে প্রকাশ করা হয়েছে। এটি কোনো বৈজ্ঞানিক তথ্য-উপাত্তেরপ্রাথমিক তথ্যের সংরক্ষণাগার। প্ল্যানেট হান্টারসের ওয়েবসাইটে বলা হয়, ধারণা করা হচ্ছে, গ্যাসে পরিপূর্ণ ওই গ্রহের আকার নেপচুনের চেয়ে সামান্য বড়এবং পৃথিবীর চেয়ে ছয় গুণের বেশি বড় নয়। সেখানেএক জোড়া নক্ষত্রকে ঘিরে দূরবর্তী গ্রহটি আবর্তন করছে। পরে আবার এক জোড়া নক্ষত্র ওই মূল নক্ষত্র জোড়াকে ঘিরে আবর্তন করছে। বিজ্ঞানীদের তথ্যমতে, ভিন্ন সৌরজগতে একটি গ্রহের দুুই নক্ষত্রকে ঘিরে আবর্তন করার ঘটনা নতুন নয়। কিন্তু এমন চার তারকার মধ্যে কোনো গ্রহেরঅবস্থান দেখতে পাওয়া এটাইপ্রথম। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্রিস লিনটট বলেন, ওই ব্যবস্থারসার্বিক বিষয় সম্পর্কে নাজেনে কোনো সিদ্ধান্তে আসাঠিক হবে না। যদিও বাইরে থেকে মনে হচ্ছে, কক্ষপথে গ্রহটির আবর্তন স্থিতিশীল, কিন্তু আসলে সেখানে সূর্যগুলোর পারস্পরিক টান এক জটিল পরিস্থিতির তৈরি করেছে। এই বিভ্রান্তিকর বিষয়টি ওই গ্রহের সন্ধান পাওয়ার মধ্যে মজা তৈরি করেছে।