সদ্য প্রয়াত চলচ্চিত্রকার আখতারুজ্জামান ও সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং মিডিয়া ব্যক্তিত্ব মিশুক মুনীর স্মরণে আগামীকাল বিকেল ৪টায় শাহবাগের আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় শ্রাবণ প্রাঙ্গণে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে।
কবি ও চলচ্চিত্র নির্মাতা দিলদার হোসেনের নেতৃত্বে চলচ্চিত্র সংগঠন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্ট এবং রবিন আহসান পরিচালিত বইবন্ধু সংঘ এই স্মরণসভার আয়োজন করেছে। আয়োজকরা জানিয়েছেন, অকালে ঝরে যাওয়া দেশের কৃতী এই তিন ব্যক্তির স্মরণে এ আয়োজনে উপস্থিত থাকবেন নাটক, চলচ্চিত্র, কবিতা, সংগীতসহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।