পাকিস্তান নেটোর কাছে কড়া নালিশ জানিয়েছে যে নেটোর দুটি হেলিকপ্টার পাকিস্তানের আকাশসীমা লংঘন করেছে ।
মঙ্গলবার পাকিস্তানী কর্মকর্তারা জানান – নেটোর একটি হেলিকপ্টার আফগানিস্তানের দিক থেকে সীমান্ত অতিক্রম করে এবং তারপর যে হামলা চালায়, পাকিস্তানের দুই সৈনিক তাতে জখম হয়েছেন ।
নেটোর তরফে জানানো হয়েছে, সীমান্তের কাছাকাছি তাদের হেলিকপ্টারগুলো উড়ছিলো এবং সে ঘটনাটি তারা তদন্ত করে দেখছে।
পশ্চিমা সামরিক এক কর্মকর্তা বলেছেন- সীমান্তের আফগান অংশে দুটি হেলিকপ্টর উড়ছিলো এবং সীমান্তের ওধার থেকে তাদের ওপর গুলি চালানো হয় । তিনি বলেন – দুইবার গুলির আঘাত সইবার পরই কেবল হেলিকপ্টারগুলো পাল্টা গুলি চালায় ।
যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যেকার সম্পর্কের টানাপোড়েন প্রশমনের লক্ষে সেনেটার কেরীর পাকিস্তান সফরের পরে এ ঘটনা দুদেশের সম্পর্কে উত্তেজনার মাত্রা যোগ করবে বলেই ধারনা করা হচ্ছে ।