এবার ফিতরা নির্ধারণ করা হয়েছে মাথাপিছু সর্বনিম্ন ৫৩ টাকা এবং সর্বোচ্চ এক হাজার ৩২০ টাকা।গতকাল বুধবার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এ বছরের সাদকাতুল ফিতরা নির্ধারণী সভায় এ অর্থ নির্ধারণ করা হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সিদ্ধান্ত হয়, গম বা আটা, খেজুর, কিসমিস, পনির, যব ইত্যাদি খাদ্যদ্রব্যসহ যে কোনো একটি পণ্য দিয়ে ফিতরা প্রদান করা যাবে।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী গম বা আটা দিয়ে ফিতরা দিলে এক কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ৫৩ টাকা, খেজুর দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৬৬০ টাকা, কিসমিস দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ১ হাজার ৩২০ টাকা, পনির দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ১ হাজার ৩২০ টাকা দিতে হবে। এ ছাড়া যব দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২১৫ টাকা আদায় করতে হবে।