বিখ্যাত রচয়িতা ভাটি বাংলার চারণ কবি বাউল সম্রাট শাহ আবদুল করিমের দ্বিতীয় মৃত্যুবাষির্কী পালিত হলো গতকাল। এ উপলক্ষে তার নিজ বাড়ি দিরাই উপজেলার উজানধল গ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ভাটির জনপদ সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে ১৯১৬ সালের ১৫ই ফেব্রুয়ারি এক সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন শাহ আবদুল করিম। ২০০৯ সালের ১২ই সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে সিলেটে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

 গতকাল দুপুরে তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে বাউল সম্রাট শাহ আবদুল করিমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার ভক্তরা।