আগামী মঙ্গলবার নিউইয়র্কের মেমোরিয়াল সেস্নাআন কেটারিং ক্যান্সার সেন্টারে তাকে প্রথম দফা কেমোথেরাপি দেয়ার কথা রয়েছে। আর দ্বিতীয় দফায় কেমোথেরাপি দেয়া হবে ১১ দিন পর।
ক্যান্সার সেন্টারের ইন্টারন্যাশনাল অনকোলজির পরিচালক স্টিফেন আর ভ্যাচের তত্ত্বাবধানে হুমায়ূন আহমেদের চিকিৎসা চলবে। ডাক্তার স্টিফেন আর ভ্যাচের বরাত দিয়ে অন্যপ্রকাশের অন্যতম মালিক মাসুম আহমেদ আরও জানান, কোলন ক্যান্সার নিরাময়ের জন্য হুমায়ূন আহমেদকে মোট ৬টি কেমোথেরাপি দেয়া হবে। কোন ধরনের অস্ত্রোপচার ছাড়াই তার শরীরের প্রাথমিক অবস্থায় থাকা ক্যান্সার নিরাময়ের ব্যাপারে আশা প্রকাশ করেন নিউইয়র্কের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার স্টিফেন আর ভাচ।
সিঙ্গাপুর থেকে পাওয়া কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার স্টিফেন আর ভাচ হুমায়ূন আহমেদকে আশ্বস্ত করেন কোন ধরনের অস্ত্রোপচার ছাড়াই কেমোথেরাপির মাধ্যমে তার শরীরের ক্যান্সার নিরাময় করা সম্ভব। ডাক্তারের ইতিবাচক আশ্বাস পেয়েই হুমায়ূন আহমেদ চিন্তামুক্ত হন এবং তার রক্তচাপ কমতে শুরু করে বলেও জানান হুমায়ূন আহমেদের সঙ্গে থাকা সংশ্লিষ্টরা ।
জনপ্রিয় এ লেখক ও চলচ্চিত্রকার বর্তমানে তার স্বজনদের নিয়ে নিউইয়র্কের আইল্যান্ড সিটিতে আছেন।
সূত্র জানায়, মঙ্গলবার থেকে তার কেমোথেরাপি দেয়া শুরু হবে এবং ১১ দিন পরপর কেমোথেরাপি দেয়া হবে। ৬টি কেমোথেরাপি দেয়ার পর হুমায়ূন আহমেদ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন নিউইয়র্কের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার স্টিফেন আর ভাচ।