পরপর দুবছর ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি পদে বহাল থাকার পর শাকিল রিজভীর উত্তরসূরি হিসেবে রকিবুরকে সভাপতি নির্বাচিত করেন ডিএসই’র পরিচালক পর্ষদ। নগরীর একটি অভিজাত হোটেলে বার্ষিক সাধারণ সভা’র পর নবনির্বাচিত চার পরিচালকসহ মোট বারজন পরিচালক ডিএসই সদস্যের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন রকিবুর। সভাপতির পাশাপাশি আহমেদ রশিদ লালীকে জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং মোহাম্মদ শাহজাহানকে সহ-সভাপতি নির্বাচিত করেছে ডিএসই পরিচালকরা। উল্লেখ্য গত ১১ মার্চ পরিচালক নির্বাচনে পরিচালক পদে নবনির্বাচিত চার সদস্য হলেন মো. হানিফ ভুঁইয়া,  মো. শাহজাহান, আব্দুল হক,ও মিনহাজ মান্নান ইমন।