আজ সিরিয়ার সক্রিয়বাদীরা বলছেন যে সে দেশের সব চেয়ে জনবহুল শহর আলেপ্পোতে , বিদ্রোহী ও সরকারী বাহিনীর মধ্যে রাতভর লড়াইয়ে অন্তত তিন জন নিহত হয়েছে।
 
এর আগে দু পক্ষের মধ্যে লড়াইয়ের কারণে জ্বলে ওঠা এক আগুণে আলেপ্পোর শতাব্দি পুরোনো ঐতিহাসিক বাজার এলাকায় দোকানপাট পুড়ে যায।
 
The Syrian Observatory for Human Rights বলছে যে সিরিয়া জুড়ে সহিংসতায় শনিবার অন্তত ৪৫ জন প্রাণ হারায়।
 
এর আগে গত বৃহস্পতিবার আলেপ্পোতে বিদ্রোহীরা সরকারী বাহিনীর বিরুদ্ধে নতুন করে আক্রমণ চালানোর কথা ঘোষণা করে। তবে মনে হচ্ছে কোন পক্ষই খুব একটা লাভ করতে পারেনি।