প্রয়াত নাট্যকার সেলিম আল দীনের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামি ১৮ ও ১৯ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আয়োজন করা হয়েছে।
উৎসবের প্রথম দিন ১৮ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শুরু হবে এই আয়োজন। সন্ধ্যা সাড়ে ৭ টায় জাতীয় নাট্যশালার লবিতে জন্মোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী।
উৎসবের সমাপনী দিন ১৯ আগস্ট শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় সেমিনার কক্ষে সেলিম আল দীন স্মারক বক্তৃতা ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। এতে মূল বক্তব্য উপস্থাপন করবেন মফিদুল হক। সন্ধ্যা সাড়ে ৭ টায় জাতীয় নাট্যশালায় ঢাকা থিয়েটারের ‘ধাবমান’, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে স্বপ্নদলের ‘হরগজ’ এবং স্টুডিও থিয়েটার হলে দ্যাশবাংলা থিয়েটারের ‘জুলান’-এর প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এছাড়া, উৎসবের দু’দিনই বাবুল বিশ্বাস সংগৃহীত বিভিন্ন দল কর্তৃক মঞ্চায়িত সেলিম আল দীনের নাটকের মঞ্চপরিকল্পনা, পোস্টার এবং আলোকচিত্র প্রদর্শনীও চলবে।