এই প্রথমবারের মতো হলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। পুত্রবধূ ঐশ্বরিয়া এরই মধ্যে হলিউডের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে বিশ্বজোড়া জনপ্রিয়তা পেয়েছেন। এবার বচ্চন পরিবারের কর্তা অমিতাভ স্বয়ং হলিউডের ফিল্মে অভিনয়ে প্রবেশ করছেন।
হলিউড পরিচালক বাজ লুহর্মানের ‘দি গ্রেট গেটসবি’ ছবিতে অমিতাভ বচ্চন প্রথমবার অভিনয় করছেন। ছবিতে তার চরিত্রের নাম মায়ের ওফসিম। এর মূল চরিত্রে অভিনয় করবেন টাইটানিক হিরো লিওনার্দো ডি কেপ্রিও। তার বিপরীতে থাকছেন স্কটিশ-অস্ট্রেলিয়ান হিরোইন ইশলা ফিশার। এফ স্কট ফিটজগেরাল্ড-এর উপন্যাস অবলম্বনে একটি রোমান্টিক কাহিনী নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে।
১২৫ মিলিয়ন ডলারের এই প্রজেক্টটি ‘থ্রি ডি’ এবং ‘টু ডি’ ভার্সনে মুক্তি পাবে বলে জানা যায়। চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ার সিডনিতে ছবিটির শুটিং শুরু করা হয়েছে। ছবির পরিচালক বাজ লুহর্মান বলেন, ‘আবেগপ্রবণ ফিটজগেরাল্ড সিনেমার প্রতি বিশ্বস্ত এবং সিনেমাকে খুব ভালোবাসেন। তার গল্প সময় এবং ভৌগলিক সীমাকে অস্বীকার করে। আমাদেরও উদ্দেশ্য থাকবে তার চিন্তার গভীরতাকে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার। ।