যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক দুর্যোগ হারিকেন স্যাণ্ডি এদেশের প্রেসিডেন্ট নির্বাচনেও ছায়াপাত করেছে। কোন কোন স্থানে নির্বাচনী প্রচার অভিযান বাতিল ঘোষণা করা হয়েছে।
 
রিপাব্লিকান দলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি এবং ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন – উভয়েই দক্ষিণ পূর্বাঞ্চলের ভার্জিনিয়া রাজ্যের ভার্জিনিয়া বিচ শহরে তাঁদের নির্বাচনী প্রচার অভিযান বাতিল ঘোষণা করেছেন। মিষ্টার রমনি শনিবার দিন সেখানে তাঁর সমর্থকদের এক বৈঠকে উপস্থিত থাকার কথা ছিলো। রবিবার ছিলো ভাইস প্রেসিডেন্ট বাইডেনের সেখানে নির্বাচনী প্রচার অভিযানের দিন।
 
যুক্তরাষ্ট্রের নির্বাচন কর্মকর্তারা হারিকেন স্যান্ডির গতিবিধি লক্ষ্য ক’রে চলেছেন। সেই ঝড় কয়েকটি রাজ্যে অনুষ্ঠিত আগাম নির্বাচনকে পন্ড ক’রে দিতে পারে অনেকে আশংকা করছেন।
 
গভর্নর মিট রমনি আমেরিকার অর্থনীতির সমস্যা নিরসনে তাঁর ভাষায় সাহসের সংগে পরিবর্তনের আহবান জানান। শুক্রবার আইওয়া রাজ্যে এক ভাষনে মিষ্টার হারিকেন স্যাণ্ডি প্রেসিডেন্ট ওবামা সম্পর্কে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনটি বিতর্কের একটিতেও এদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় পথ দেখাতে ব্যর্থ হয়েছেন।
 
ওদিকে প্রেসিডেন্ট ওবামা গভর্নর রমনি অর্থনৈতিক পরিকলপনাকে অস্পষ্ট প্রচেষ্টা বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, মিষ্টার রমনি পরিকলপনা বাস্তবায়িত হ’লে দেশ আরো হাজার কোটি ডলারের ঋণে জর্জরিত হবে।
 
সাম্প্রতিক কিছু সমীক্ষায় দেখা যায়, দুই প্রতিদ্বন্দ্বী এখন একেবারে সমান অবস্থানে রয়েছেন।