ক্যান্সার রোগে চিকিৎসাধীন অবস্থায় জনপ্রিয় এই ঔপন্যাসিক বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত সোয়া ১১ টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….রাজিউন।)
মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৬৪। হুমায়ূন আহমেদের জন্ম ১৩ নভেম্বর, ১৯৪৮ নেত্রকোণা জেলায়। নয় মাস ধরে তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময়ে রসায়নের অধ্যাপক হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশিত হয় ১৯৭২ সালে। গত চার দশকে মিঃ আহমেদ লিখেছেন দুশ’য়ের ওপর উপন্যাস, এছাড়াও ছোট গল্প এবং নাটক।
বাংলাদেশে হুমায়ূন আহমেদের বই ছিল বিক্রির তালিকায় সবার শীর্ষে। উনিশ’ আশির দশকে বাংলাদেশে টেলিভিশনের জন্য তিনি জনপ্রিয় বেশ কিছু নাটক লেখেন। টিভিতে নাটক লেখা ও নির্দেশনা দেওয়া ছাড়াও তিনি একাধিক চলচ্চিত্র পরিচালনা করেন।