আকস্মিকভাবে বৃহস্পতিবার আবারও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সরকারের নীতি-নির্ধারক মহলের চাপে এনার্জি রেগুলেটরি কমিশন এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে কমিশন সূত্র জানিয়েছে।
বিকেল পাঁচটায় রেগুলেটরি কমিশন সংবাদ সম্মেলনে এ-সংক্রান্ত ঘোষণা দেবে বলে সূত্র জানায়।
এ পর্যন্ত যতদূর জানা গেছে, বিদ্যুতের পাইকারি দাম বাড়বে শতকরা ৩০ ভাগ। আর খুচরা পর্যায়ে তা বাড়বে ২৪ থেকে ৩০ ভাগ।
বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম চার টাকা দুই পয়সা। আর খুচরা পর্যায়ে ১০০ ইউনিট পর্যন্ত তিন টাকা পাঁচ পয়সা, ১০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত চার টাকা ২৯ পয়সা এবং ৪০০ ইউনিটের বেশি হলে সাত টাকা ৭৯ পয়সা।