সব ধরনের জ্বালানি তেলের দাম আবারো বাড়লো। গতকাল রোববার রাত ১২টা থেকে বর্ধিত এ দাম কার্যকর হয়েছে। জ্বালানি তেলের মধ্যে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে পাঁচ টাকা এবং ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে আট টাকা করে বাড়ানো হয়েছে।
গতকাল রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় দাম বৃদ্ধির তথ্য নিশ্চিত করেছে।
দাম বাড়ানোর ফলে এখন থেকে প্রতি লিটার অকটেনের দাম ৭৯ থেকে ৮৪, পেট্রোল ৭৭ থেকে ৮২, ডিজেল ও কেরোসিন ৪৬ থেকে ৫১ টাকা এবং ফার্নেস ওয়েল ৪২ থেকে ৫০ টাকা হলো।