পোশাক শিল্পে অস্থিরতা এড়াতে ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা ও উত্সব বোনাস পরিশোধ করার আশ্বাস দিয়েছেন মালিকরা।
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে এক বৈঠকে তারা এ প্রতিশ্রুতি দেন।
বৈঠকের পর মন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস ঈদের আগেই পরিশোধের জন্য শিল্প মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং তারাও এতে সম্মত হয়েছেন।
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, “সভার সিদ্ধান্তের ব্যাপারে আমরা একমত। নির্দিষ্ট সময়ের মধ্যে বেতনভাতা পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে।