রেকর্ড ডেটের পর বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন কোম্পানির শেয়ারের স্বাভাবিক লেনদেন শুরু হবে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, গ্রামীণফোনের শেয়ার গত ২৬ থেকে ৩০ জুলাই পর্যন্ত স্পট মার্কেটে ব্লক/অড লটে লেনদেন হয়েছে।
উল্লেখ্য, গ্রামীণফোন কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালীন ৯০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতি ১০ টাকার শেয়ারে ৯ টাকা নগদ লভ্যাংশ দেবে কোম্পানিটি।
জানা যায়, কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৯৬৬ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) ৭ দশমিক ১৬ টাকা এবং নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪৬ টাকা। অন্তবর্তীকালীন লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয় ৩১ জুলাই।