চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) প্রবাসীরা সাড়ে ৩ বিলিয়নের (৩৫০ কোটি) বেশি ডলার দেশে পাঠিয়েছেন।
অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ১২০ কোটি ১১ লাখ ডলার। অগাস্ট মাসে এসেছিল ১১৭ কোটি ৮৬ লাখ ডলার।আর সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ১১৭ কোটি ২০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন।সব মিলিয়ে জুলাই-সেপ্টেম্বর সময়ে ৩৫৫ কোটি ১৭ লাখ (৩ দশমিক ৫৫ বিলিয়ন) ডলারের রেমিটেন্স দেশে এসেছে। এটি মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স প্রবাহের যে হালনাগাদ তথ্য প্রকাশ করা হয় তার হিসেব অনুযায়ী।
রেমিটেন্স প্রবাহের ইতিবাচক ধারার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা । মঙ্গলবার দিনের শুরুতে রিজার্ভের পরিমাণ ছিল ১১ দশমিক ২৪ বিলিয়ন (এক হাজার ১২৪ কোটি) ডলার।