জ্বালানির মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস ও মিনিবাসের ভাড়া বাড়ছে প্রতি কিলোমিটারে ৫ পয়সা। ঢাকাসহ অন্যান্য মহানগরে এবং আন্তঃজেলায় চলাচলকারী মিনিবাস, বাসেও ৫ পয়সা করেই ভাড়া বাড়বে। বিআরটিএ এই হারে যাত্রীভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে।
আজ রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে বাস মালিক সংগঠন, সরকারের সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রতিনিধিদের সভায় তা চূড়ান্ত করা হবে। গত ১৮ই সেপ্টেম্বর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরপরই বাস, মিনিবাসের ভাড়া বাড়ানো হয়।
ঢাকায় সর্বনিম্ন দূরত্বে পাঁচ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে মিনিবাসে ১ দশমিক ৪০ টাকা ও বাসে ১ দশমিক ৪৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। আন্তঃজেলায় কিলোমিটারপ্রতি মিনিবাসে ১ দশমিক ৪৫ টাকা এবং বাসে ১ দশমিক ৫০ টাকা ভাড়া স্থির করা হয়। এখন সকল ক্ষেত্রেই নতুন করে কিলোমিটার প্রতি ৫ পয়সা করে ভাড়া বাড়ানো হচ্ছে।