মার্কিন ডলারের বিপরীতে টাকার অব্যাহত দরপতন ঘটছেই। গত সপ্তাহে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে মার্কিন ডলার-টাকার সরাসরি ট্রেডিংয়ে বাংলাদেশি টাকার বিপরীতে মার্কিন ডলারের প্রায় ৯ পয়সা দর বেড়েছে।
গত সপ্তাহের শুরুতে প্রতি ডলার ছিল ৭৪ টাকা ৯০ পয়সা থেকে ৭৫ টাকা ০৫ পয়সা। সপ্তাহের শেষে বৃহস্পতিবার ডলারপ্রতি ৭৫ টাকা ০৩ পয়সা থেকে ৭৫ টাকা ১০ পয়সায় লেনদেন শেষ হয়েছে। বেশকিছু বাণিজ্যিক ব্যাংককে সপ্তাহজুড়ে ডলার কিনতে তৎপর দেখা গেছে। ২০১১ সালের শুরু থেকে বাংলাদেশি টাকার বিপরীতে মার্কিন ডলারের এযাবৎ প্রায় ৪ টাকা ১৩ পয়সা দর বৃদ্ধি ঘটেছে।
গত সপ্তাহের শুরুতে সোমবারে ইউরো, মার্কিন ডলারের বিপরীতে ১ দশমিক ৩৬০০ ডলারের নিচে চলে যায়।