ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ঊর্ধ্বতন কর্মকর্তা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলায় গতকাল সোমবার গভীর রাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা ও পল্টন থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে রাজধানীর পল্টন এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, দুর্নীতির অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গতকাল রাত দুইটার দিকে তাঁকে গ্রেপ্তার করে পল্টন থানায় নেওয়া হয়। সেখান থেকে আজ মঙ্গলবার ভোরে তাঁকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে নেওয়া হয়। আজ তাঁকে আদালতে হাজির করা হতে পারে বলে জানা গেছে।