নিয়ম ভেঙে হলমার্ক গ্রুপের সোনালী ব্যাংক থেকে ঋণ নেয়ার ঘটনায়  বৃহস্পতিবার হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার তৎকালীন ব্যবস্থাপক এম আজিজুর রহমানকে প্রধান আসামি করে ১১ মামলায়  আরও মোট ২৭ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখা থেকে ১ হাজার ৫৬৮ কোটি টাকা নিয়ম বহির্ভূতভাবে ঋণ নেয়ার প্রমাণ পাওয়া গেছে। সেই অনুযায়ী তদন্ত দল কমিশন বরাবর ১১টি মামলার সুপারিশ করেছে এবং কমিশন বুধবার  তা অনুমোদন করেছে।

বৃহস্পতিবার দুপুরে মামলাগুলো হবে বলে  জানা যায়।

অনুসন্ধানী দলের রিপোর্টের সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার অংশটি মঙ্গলবার বিকেলে কমিশনে দাখিল হয়েছে। সেই প্রতিবেদন অনুযায়ী হলমার্ক গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ এবং সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার তৎকালীন ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমানকে প্রধান আসামি করে মোট ২৭ জনের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।

তবে কোন থানায় মামলাগুলো করা হবে এ ব্যাপারে  বৃহস্পতিবার দুপুরেই জানা যাবে।