পদ্মা সেতু নির্মাণে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহে সারচার্জ বসানোর চিন্তাভাবনা করছে সরকার। যমুনা সারচার্জের মতো একই পদ্ধতিতে সারচার্জ আরোপ করা যায় কি না, সে বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

গতকাল বুধবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহম্মেদ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে এনবিআরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ডাকা হয়।

কোন কোন খাতে সারচার্জ আরোপ হতে পারে তা জানাননি এনবিআরের চেয়ারম্যান। তিনি বলেন, সারচার্জ আরোপের কৌশল বের করতে ৩১ জুলাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। তবে সারচার্জ এমনভাবে আরোপ করা হবে না, যাতে সাধারণ মানুষ চাপে পড়ে।

সারচার্জ আরোপসহ সবকিছুই নির্ভর করছে সরকারের ওপর। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে কাজ করছে আইআরডি। তিনি মত দেন, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের কাছ থেকে অর্থ পেলে ভালো হবে। তবে সারচার্জের মতো অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহের বিষয়গুলো বেশ দীর্ঘমেয়াদি।

একইভাবে পদ্মা সেতু প্রকল্পে অনুদান দিলে কর রেয়াত পাওয়া যাবে। এ প্রসঙ্গে এনবিআরের চেয়ারম্যান আরও বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে অর্থায়নে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সবাই যাতে অংশীদার হতে পারে, সে জন্য কর রেয়াত সুযোগ দেওয়া হচ্ছে।’