বর্তমান সময়ে তথ্য যেকোন ব্যবসার মূল চালিকাশক্তি এবং এই বিপুল পরিমান তথ্য সংগ্রহ, সংরক্ষন এবং পরিচালনার কাজে তথ্য প্রযুক্তি ব্যাপক ভাবে ব্যবহৃত হচ্ছে । তথ্যের গোপনীয়তা, সংরক্ষন এবং নিরাপদ তথ্য সরবরাহ ও প্রদান অত্যনÍ গুরত্বপূর্ণ ।

সাধারণত অন্য সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তির নিরাপত্তার সাথে ব্যাংকিং খাতের তথ্য প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থার তেমন কোন ব্যতিক্রম পরিলক্ষিত হয়না । যদিও ব্যাংকিং খাতের তথ্য প্রযুক্তির নিরাপত্তার জন্য গ্রাহক সচেতনতা সবচেয়ে গুরত্বপূর্ণ, এই সচেতনতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এবং বৃহৎ অর্থনৈতিক টেলিযোগাযোগ ব্যবস্থার উপর নির্ভরশীল।

ব্যাংকের তথ্য প্রযুক্তির নিরাপত্তা গ্রাহক দ্বারা ব্যবহৃত ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইলেকট্রনিক ট্রান্সফার এবং ব্যাংকের নিজস্ব কম্পিউটার প্রযুক্তির উপর নির্ভরশীল। সাধারণত ব্যাকআপ, ফিজিকাল সিকিউরিটি, সঠিক হিসাব নিরীক্ষা চর্চার মাধ্যমে ব্যাংকিং খাতের তথ্যপ্রযুক্তির নিরাপত্তা সংরক্ষন করা যায় । যেহেতু ব্যাংক গ্রাহকদের সাথে অর্থনৈতিক আদান প্রদান ও ব্যবস্থাপনায় জড়িত তাই এর তথ্যপ্রযুক্তির নিরাপত্তা ও এর উপর গ্রাহকের আস্থা অত্যন্ত গুরত্বপুর্ণ বিষয় ।

কবলমাত্র গ্রাহক এবং ব্যাংকের নিজস্ব তথ্যসমূহ সংরক্ষন, সরবরাহ ও কার্যকরী প্রযুক্তি পরিচালনার বিশ্বস্ততা অর্জনের মাধ্যমে নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব । দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে অর্থনৈতিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে গ্রাহকদের নিরাপদ ব্যাংকিং সেবা প্রদান নিশ্চিত করতে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা অতীব গুরত্বপূর্ণ ।

নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাংকার্স সিটিও ফোরাম বাংলাদেশ এবং আই বি এম এর যৌথ উদ্দ্যোগে গত ৫ জুলাই, ২০১২ ইং সন্ধা ৬ টায় প্যান প্যাসিফিক সোনারগা হোটেলের বলরুমে আয়োজিত হয়েছে “বর্তমান গ্লোবাল ব্যাংকিং এ তথ্য প্রযুক্তির নিরাপত্তা” শীর্ষক সেমিনার ।

উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন মি: তপন কান্তি সরকার, সভাপতি, ব্যাংকার্স সিটিও ফোরাম বাংলাদেশ এবং সিটিও, এন সি সি ব্যাংক লিমিটেড । স্বাগত বক্তব্যে মি: তপন কান্তি সরকার তথ্যপ্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করার গুরত্ব এবং চ্যালেঞ্জ সমূহ নিয়ে আলোচনা করেন । তিনি আরো বলেন যে, ব্যাংকার্স সিটিও ফোরাম বাংলাদেশ আই টি সিকিউরিটি নিশ্চিত করার লক্ষ্যে আগেও কাজ করেছে ্এবং ভবিষ্যতেও কাজ করবে ।

সেমিনারে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গর্ভণর জনাব ড: আতিউর রহমান । তিনি বলেন, দেশের উন্নয়নে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং এর নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমেই কেবল দেশকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ব্যাংকসহ অন্য সকল প্রতিষ্ঠান কে তিনি এ ব্যাপারে অধিক মনযোগী হওয়ার আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন ব্যবসায়ী, প্রযুক্তিবিদ ও আই টি নিরপত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ সহ সংশ্লিষ্ট সকলের সদিচ্ছা নিরাপত্তাজনিত ত্রুটি দুর করতে সহায়তা করবে ।

এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ও এন সি সি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: নুরুল আমিন উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

উক্ত সেমিনারে মূল বক্তব্য পেশ করেন জনাব বৈদ্যনাথান লায়ার, বিজনেস ইউনিট হেড, আই বি এম সিকিউরিটি সল্যুশনস, আই বি এম । তিনি তার প্রবন্ধে নিরাপত্তাজনিত ত্রুটি দুর করার জন্য করণীয় বিষয়গুলি উপস্থাপন করেন এবং নতুন কিছু প্রযুক্তি তুলে ধরেন ।

আলোচনা শেষে, সম্মানিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ব্যাংকার্স সিটিও ফোরাম বাংলাদেশের সেক্রেটারী জেনারেল জনাব সৈয়দ মাসুদুল বারি ।

সমাপনী বক্তব্য পেশ করেন সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক জনাব দেবদুলাল রায়, আইটি পরামর্শক, অর্থ মন্ত্রণালয় । তিনি ভবিষ্যতে এরকম সেমিনার আরো আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন ।