বৃহস্পতিবার শুরুতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। দাম বেড়েছে বেলা ১১টায় আধা ঘণ্টা শেষে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের । এর ফলে সূচকও বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৯ পয়েন্ট বেড়ে ৪৬৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ৫০ পয়েন্ট বেড়েছিল। সূচক বৃদ্ধির হার এখন কিছুটা কমে গেছে।
এই সময়ে ডিএসইতে মোট ২০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৯টিরই দাম বেড়েছে, কমেছে ৬৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ১১৩ কোটি টাকার লেনদেন হয়েছে।
এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ার, ইউসিবিএল, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পদ্মা অয়েল, সামিট পাওয়ার, বেক্সিমকো, আরএন স্পিনিং প্রভৃতি।