বৃহস্পতিবার সকালে সাভারের হেমায়েতপুরে হলমার্ক গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখানোর পর তাদের কারখানা থেকে বের করে দিয়েছে পুলিশ।

প্রায় দশ হাজার শ্রমিক কারখানায় এসে বকেয়া বেতন ও হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোনো আশ্বাস না দেয়ায় এক পর্যায়ে তারা মহাসড়কে বেরিয়ে আসার চেষ্টা চালায়।

এ সময় ঘটনাস্থলে মোতায়েন বিপুল সংখ্যক পুলিশ ও শিল্প পুলিশ শ্রমিকদের বাধা দিলে তারা আবার কারখানার ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকে।

এরপর বেলা ১১টার দিকে সাভার থানা পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা কারখানায় ঢুকে শ্রমিকদের বের করে দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হলমার্ক গ্রুপের কারখানাগুলোর আশপাশে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।