বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে ২টি জাহাজের মুখোমুখি সংঘর্ষে তেল বোঝাই একটি জাহাজ ডুবে গেছে। এতে ডুবে যাওয়া জাহাজের স্টাফ নিজাম উদ্দিন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

তাকে উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। বুধবার রাতে উপজেলার গবিন্দপুর কালিগঞ্জ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, ৭ হাজার লিটার তেল নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী এমভি মেহেরজান এবং পণ্য আনার উদ্দেশে ঢাকা থেকে চট্টগ্রামগামী ফজলুল হক-৩ এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তেল বোঝাই এমভি মেহেরজান ডুবে যায় এবং নিখোঁজ হন জাহাজের স্টাফ নিজাম উদ্দিন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় নিরুপম জানান, মাঝ নদীতে গভীরতা কম থাকায় নৌ-যানগুলো নদীর তীর ঘেসে যাতায়াত করে।

তবে সম্প্রতি নদীর তীরে থাকা একটি সাইক্লোন শেল্টার ভেঙে নদীতে পড়ায় ওই এলাকা অতিক্রম করতে গিয়ে নৌ-যানগুলোর বেগ পেতে হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার রাতে ওই এলাকা অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ২টি জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তেল বোঝাই জাহাজটি ডুবে গেলে ওই জাহাজের স্টাফ নিজাম নিখোঁজ হয়েছেন।

এদিকে, নিখোঁজ নিজামের খোঁজে নদীতে তল্লাশি চালানো হচ্ছে বলে ওসি রিয়াজ হোসেন জানান।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত জাহাজের স্টাফরা ফজলুল হক-৩ এ অবস্থান নিয়েছেন। তবে ফজলুল হক-৩ জাহাজের সবাই পালিয়ে গেছেন। এই জাহাজের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।