আইন ভেঙে রাজধানীর উত্তরায় সরকারি ফ্ল্যাট নির্মাণকাজে যুক্ত হয়েছেন ক্ষমতাসীন দলের দুই আইনপ্রণেতা। প্রকল্পের ৭৯টি ভবনের (সাড়ে ছয় হাজার ফ্ল্যাট) মধ্যে ৭৭টিরই কাজ পেয়েছে এই দুই সাংসদের প্রতিষ্ঠান।

সাংসদ দুজন হলেন রাজশাহী-৪ থেকে নির্বাচিত এনামুল হক ও ঢাকা-৩-এর নসরুল হামিদ। এদিকে কার্যাদেশ পাওয়ার পরই এনামুল হক সরকারের কাছে ৪০ কোটি টাকা আগাম চেয়েছেন। এ নিয়ে জটিলতার কারণে ৩০ মাসে কাজ শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এমনিতেই আইন অনুযায়ী কোনো সাংসদ সরকারের সঙ্গে ব্যবসা করতে পারেন না। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তির সরকারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার এবং থাকার যোগ্য হবেন না।