টানা চার দিন দরপতনের পর মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে সাধারণ সূচক বাড়লেও সোমবারের  চেয়ে লেনদেন কম হয়েছে। মঙ্গলবার লেনদেন হয়েছে ২৬৫ কোটি ৫১ লাখ টাকা, যা সোমবারের চেয়ে ২৫ কোটি টাকা কম।

মঙ্গলবার দিনের শুরুতেই সাধারণ সূচকের বৃদ্ধি দিয়ে লেনদেন শুরু হয়। মাঝখানে কিছুটা নিম্নমুখী হলেও বেলা ১টার পর থেকে শেষ পর্যন্ত টানা ঊর্ধ্বমুখী ছিল বাজার। দিন শেষে ডিএসইতে সাধারণ সূচক ১৬৮ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২০৫ দশমিক ১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সাথে সার্বিক সূচক ১৪২ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে চার হাজার ৩৪৭ দশমিক ৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।