বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন আগামীকাল সোমবার জরুরি বৈঠক ডেকেছে। ডলারের দর কিভাবে স্থিতিশীল রাখা যায় তা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক  জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান।

এদিকে টাকার বিপরীতে মার্কিন ডলারের অব্যাহত দর বৃদ্ধিই মূল্যস্ফীতি বাড়ার অন্যতম কারণ বলে মনে করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মুস্তফা কে মুজেরী।
পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে মূল্যস্ফীতি আরও বাড়বে বলে সতর্ক করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই প্রধান অর্থনীতিবিদ।

মার্কিন ডলারের বিপরীতে টাকার মান প্রতিদিনই কমছে। গত দশ দিনে ডলারের বিপরীতে টাকা প্রতিদিন ১০ থেকে ১৫ পয়সা করে পড়ে গেছে। এক মাসের ব্যবধানে টাকার মান কমেছে ১ দশমিক ৭ শতাংশ। আর এক বছরে কমেছে ৭ শতাংশ।